প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পৌর কর্মচারী নয়ন মজুমদারের।

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: ৩২৮ টি পৌরসভার দুঃখ দুর্দশা লাগব  প্রসঙ্গে।

জনাব,
যথাবিহিত সম্মান পূর্বক বিনিত নিবেদন এই যে, আমরা বাংলাদেশের  ৩২৮টি পৌরসভার মোট ৩২৫০০ জন কর্মকর্তা কর্মচারী। তার মধ্যে নিয়মিত ১২৫০০জন এবং মাস্টারোল ২০০০০ জন। এই ৩২৫০০ কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছি।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয় জানেন দেশের বিভিন্ন পৌরসভা বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় সৃষ্টি হয়েছে।
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকাল প্রকার সেবা পৌররসভার কর্মকর্তা কর্মচারীরা দিয়ে থাকে।
বর্তমান করোনাভাইরাসের মুহূর্তেও ফ্রন্ট লাইনে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন পৌরসভা সমূহের কর্মকর্তা কর্মচারীরা।
ইতিমধ্যে পৌরসভা সমমূহের ৫ জন কর্মচারী করোনা আক্রান্ত।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয় ইতিমধ্যে পৌরসভার কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয়ে অবগত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন পৌরসভায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কয়েকমাস বকেয়া।
ঈদ আসন্ন, এখনো প্রদান করা হয়নি বিভিন্ন পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন, ঈদ বোনাস, বৈশাখী ভাতা। তারপরও মাসের পর মাস বেতন বকেয়া।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়োগ দেয় সরকার, আদেশ, উপদেশ, শাসন করে সরকার। আমাদের বেতন দিবে কে????

মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মহান সংসদে দেশের বিভিন্ন সংসদ সদস্য পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দুঃখের কথা তুলে ধরেছেন।
মেয়রদের সংগঠন ম্যাব  বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সের সময় কয়েকজন মেয়র পৌরসভাগুলো সকল প্রকার চিত্র আপনার দৃষ্টিতে এনেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে  পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সংগঠন BAPS কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদান এবং পেনশন  প্রথা চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
স্থানীয় সরকার বিভিগের কর্তা ব্যক্তি ও বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা বিভিন্ন আশার বানী শুনালেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালে সরকারী কেষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবীতে কর্মসূচি পালন করতে এসে আমাদের ৪জন সহকর্মী মৃত্যুবরন করে এবং অসংখ্য সহকর্মী অসুস্থ্য হয়ে পড়ে।
কর্মসূচির ২৩ তম দিনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা প্রেসক্লাব ত্যাগ করে স্ব স্ব পৌর এলাকায় সরকারের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করি।
অনেক কর্মকর্তা কর্মচারী চাকরি শেষ হওয়ার পর তাদের প্রাপ্ত সুবিধা সমূহ না পেয়ে পরাপারে পাড়ি জমিয়েছে।
আমরা বিশ্বাস করি আপনি আমাদের পাশে দাঁড়াবেন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন পৌরসভা সমূহের কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব করতে আপনার যেন সদয় মর্জি হয়।

ইতি
হতভাগাদের পক্ষে 
নয়ন মজুমদার।

Post a Comment

0 Comments