বেতন না পাওয়া একজন পৌর কর্মচারীর বাবাকে লেখা চিঠি

প্রিয় বাবা,
             তুমি কেমন আছো? ভাল আছো নিশ্চয়
ক্ষুধার পৃথিবীতে কেমন আছি জানতে চেয়োনা প্লীজ। এখানে একটুকরা পোড়া রুটি আর এক লোকমা ভাতের জন্য খোলা আকাশের নিচে তপ্ত পিচঢালা রাজপথে লাশ হতে হয়।
জানো বাবা! এখানে প্রতিদিন ঝড় হয়, প্রতিদিনই বিদ্ধস্ত হই আমি। তোমার স্বপ্নগুলো হৃদয়ের সোকেজে সাজিয়ে রেখেছি, বাস্তবায়নটা যে বড় দুঃসাধ্য হয়েগেছে বাবা! এই ব্যর্থতার নিরাকার জলন্ত অনলের কুন্ড প্রতিদিন তাড়া করে আমাকে। আমি আর পারছিনা বাবা, আমি হেরে যাচ্ছি। তোমার স্বপ্ন সাধনায় আজ অভাব নামের ধ্বংসাত্মক কিটের পদাচরনা। আমি যে বড় অসহায়।

ওরা কেমন আছে, আমাকে জিজ্ঞেস করনা বাবা।
আমার কাছে কোন উত্তর জানা নেই। একজন ব্যর্থ অভিভাবক পরিস্থিতির পদপিড়ায় কখনো কখনো নির্বাক হয়ে যায় বাবা, সেটা তুমি থাকতে বুঝতে পারিনি।
জানো বাবা? তোমার সচাইতে প্রিয় ফুলটা (রাজন) আজ দুঃরোগ্য মরন ব্যধি (ক্যান্সারে) আক্রান্ত। তোমার প্রিয় ফুলটা যে আমার বেচে থাকার শেষ অবলম্বন বাবা। বাবা আমার খুব কষ্ট হয়, আমি প্রতিটা রাতেই নিয়তির ঝড়ে নুয়ে পড়ি, প্রতিটা রাতেই আমি ওকে নিয়েই বেচেঁ থাকার স্বপ্ন দেখি কিন্তু বাবা অভাব নামের দানবটা আমাকে একটুও ক্ষমা করেনি, অযত্ন অবহেলায় তোমার প্রিয় ফুলটা আজ  মৃত্যুর দিন গুনছে। আমি নিথর দৃষ্টিতে  চেয় থাকি, আমার আর কিইবা করার আছে বলো?
আমি চাকুরী করি, তোমার পছন্দের চাকুরি, মানুষের সেবা করার মহৎ চাকুরি,  কিন্তু বাবা তোমার এই মহৎ চাকুরী যে আমার তিনবেলা তিনমুঠো ভাতের নিশ্চয়তা দিতে পারেনা বাবা।
তোমার প্রিয় চাকুরি যে আমার নিষ্পাপ ছোট্ট ভাইটাকে বাচাতে পারছেনা।

এই অসহনীয় অনলে দগ্ধ আমি, নাকি আমাদের মানবতা সেটা তো জানিনা বাবা।
ভাল থেকো।

ইতি
তোমার আদরের
রানা।

Post a Comment

1 Comments

  1. How to get to Borgata Hotel & Casino in Atlantic City - Dr.
    Borgata 과천 출장안마 Hotel & Casino 동해 출장마사지 · 2 min walk · 공주 출장샵 Access to public 군산 출장샵 transit · Free WiFi · A shuttle bus from Borgata Hotel Casino & Spa to Borgata 인천광역 출장마사지 Casino

    ReplyDelete