অধিকার বঞ্চিত পৌর কর্মচারীরা রাজস্ব থেকে বেতন ভাতা পাওয়ার দাবীতে আবারও নামছে মাঠে


 BAPS রিপোর্টস: রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন প্রথা চালুর দাবিতে কাফনের কাপড় পরে মাঠে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।


আজ শনিবার সকালে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে এক সমাবেশে আন্দোলনে যাবার এই হুমকি দেয়া হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম, শামসুল আলম, জেডএম আনোয়ার, দলিল উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজাহান কবীর ও ম. ই. তুষার, দেশের বিভিন্ন পৌরসভা থেকে আগত প্রতিনিধি, বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় তৃণমূল বক্তারা বলেন, স্থানীয় সরকারের অন্যতম প্রাণ পৌরসভার জনবল আজ অনিশ্চয়তার মাঝে জীবনযাপন করছে। তাদের চাকরিতে কোনো পেনশনপ্রথা নেই। ফলে চাকরিজীবন শেষে শূন্য হাতে ফিরে যেতে হয়। বেশির ভাগ পৌরসভায় বছরের পর বছর বেতন-ভাতা নেই। সুসাশনের অভাবে আজ এই পরিস্থিতি। এ ব্যাপারে রাষ্ট্র ও সরকার কোনো পদক্ষেপ না নিলে শিগগিরই কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে যাবো।

Post a Comment

0 Comments