বিশ্বজুড়ে করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। আর এই করোনা ভাইরাস কে প্রতিরোধ করতে সরকার দেশকে লকডাউন করেছে, এটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত।
তবে আমি শিহরিত হই সেইসব দিনমজুর, গরিব এবং অসহায় মানুষদের কথা ভেবে, যারা দিন আনে, দিন খায়।
তাই আজ আমি মোঃ আশরাফুল আলম উজ্জ্বল আমার মা জননী মরহুম হাজী ফজিলাতুন নেছা রেখা এর নামে নামাঙ্কিত "রেখা ফাউন্ডেশন" ও আমার পরিবারের পক্ষ থেকে সেই সকল দিনমজুর এবং অসহায় গরীব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে দৌলতপুর, দুর্গাপুর ও নামাজগ্রামে ১০০ টি পরিবারের জন্য সাহায্য প্যাকেট প্রদান করি, যে সাহায্য প্যাকেটে দেওয়া হয়,
চাউল -৫ কেজি,
আলু -২ কেজি,
পেঁয়াজ -১ কেজি,
মুসুরির ডাল -৫০০ গ্রাম প্রদান করি।
আমি প্রচারের উদ্দেশ্য নয় বরং এটা দেখে যদি সমাজের একজন মানুষও এই সমস্ত দিনমজুর গরিব ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে বলে আমি বিশ্বাস করি।
পরিশেষে সকলের উদ্দেশ্যে বলি, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদান্তে,
আশরাফুল আলম উজ্জ্বল,
স্বত্বাধিকারী,
রেখা ফাউন্ডেশন,
বেনাপোল।
0 Comments