বেনাপোল ফ্রেন্ড'স অরগানইজেশন-৯৮ (BFO-98) এর পূণর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদনঃ- আগামী ১৪ তারিখ রোজ বুধবার ঈদুল আযাহার দ্বিতীয় দিন বেনাপোল


 পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে  বেনাপোল ফ্রেন্ড'স অরগানইজেশন-৯৮ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ঈদ পূণর্মুিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন বেনাপোল হাই স্কুলের ১৯৯৮ সালের এস এস সি ব্যাচের বন্ধুরা এবং তাদের পরিবার পরিজন। সমস্ত অনুষ্ঠানে জুড়ে থাকবে বাচ্চাদের খেলাধুলা, খাওয়া দাওয়া, বিনোদন, পুরস্কার বিতরন ইত্যাদি। BFO-98 এর বন্ধুদের মিলন মেলার এবার শিশু শিকড় হবেন তাদের সন্তানরা। বাবা মায়েদের বন্ধুত্বের ওয়ারিশ হবেন তাদের সন্তানরা। বন্ধুত্বের বন্ধন আরও সুদৃড় করতে এই ক্ষুদ্র প্রচেস্টা BFO-98 এর বন্ধুদের। সকল বন্ধু  ও তাদের পরিবারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠানটি অলংকৃত হবে সেটাই আমাদের কাম্য।

Post a Comment

0 Comments