কোথায় আজ আমার সোনার বাংলার মানবতা?
কোথায় আজ মানব অধিকার সংস্থা?
ছিন্ন ভিন্ন আজ বিবেকের সদর দরজা। সেই দরজায় বসে থাকা কিছু দালাল আজ আমার সোনার বাংলাকে কলঙ্কিত করেছে। লজ্জায় ঢাকা বিবেকের সেই ছোট্ট রেনুটা আজ কিছু বিবেকবান, পশুর কুদৃষ্টিতে ধর্ষিত। অামরা লজ্জিত, আমরা মর্মাহত।
ইতিহাস কথা বলে। আজ ১৫ টা দিন পৌর কর্মকর্তা- কর্মচারীরা অনাহেরে অর্ধহারে- খেয়ে না খেয়ে প্রেস ক্লাবে বসে আছে। কি চাই তারা? আপনারা কি কিছু জানেনা, নাকি শীতল ঘরে বসে তামাশা দেখছেন? এ পর্যন্ত ৪ টি লাশ পড়েছে, আরো শতাধিক অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। কি অপরাধ তাদের? তারা বেঁচে থাকার তাগিদে কাজের বিনিময়ে বেতন চাই। সেটা কি অপরাধ? একজন মানুষ চাকুরী করবে বেতন পাবে না, এটা সংবিধানের কোন অংশে আছে? নিশ্চয় দেখাতে পারবেন না। তাহলে কেন সেটার সুষ্টু ব্যবস্থা করছেন না? আপনারা কি দেশের অভিভাবক নাহ? পৌরসভার কর্মচারীরা ২-৭৮ মাস পর্যন্ত বেতন পান না। এটা কি দেখার দায়িত্ব সরকারের নাহ? এটা কোন ধরনের মানবিক কাজ সরকারে? কোন দেশে আছি আমরা? এটা কি মানব অধিকার লংঘন নই। কোথায় আজ সেই মানব অধিকার সংস্থা? পৌর কর্মচারীদের উপর ঋতিমত নির্যাতন করা হচ্ছে। কাজ করাবেন বেতন দেবেন না, কি মজা তাই নাহ। তাই বলি দেশের মানবতা জাগুন। মানব অধিকার সংস্থার সঠিক ও সুষ্ঠু ব্যবহার করুন। পৌরসভা আয় করবে, কর্মচারীদের বেতন দিবে এটা নাকি স্থানীয় সরকারের ঐতিহ্য। ঐতিহ্য টিকিয়ে রাখতে গিয়ে আবার দেখেন যেন নগ্ন ইতিহাস সৃস্টি না হয়।
0 Comments